Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
নিজস্ব প্রতিবেদক: টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এই সিদ্ধান্তের পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তির নামে থাকা রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ পুনর্বিবেচনা করা হবে। সেই আলোকে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে।
এই সিদ্ধান্তের অংশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করে। সংশোধিত নাম ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) নিশ্চিত করতে সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options