বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়নে মোল্লা ব্রিকস ইটভাটায় জরিমানা

বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়নে মোল্লা ব্রিকস ইটভাটায় জরিমানা

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলার  প্রতিনিধ
বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।শনিবার (৮ মার্চ)১১টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান। অভিযান সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
এসময় মোল্লা ব্রিক্স নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করায় এর সত্ত্বাধিকারীকে ইট প্র¤‘ত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদ- প্রদান করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ইউএনও বলেন,কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় ও জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।