Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, "দেশ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের ও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা, তারা দ্রুত রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।"
দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া বলেন, "সম্প্রতি জুলাই-আগস্টে ফ্যাসিবাদের দমননীতির শিকার যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আহতদের প্রতি রইলো আন্তরিক সমবেদনা। চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সবসময় আপনাদের পাশে আছি।"
তিনি আরও বলেন, "দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা যে সংগ্রাম করেছেন, আমার মুক্তির জন্য লড়েছেন এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম-নির্যাতনের শিকার হয়েছেন, লাখো মামলায় জড়িয়েও ন্যায়বিচারের জন্য লড়াই করছেন—এই ত্যাগ শুধু দলের নয়, জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।"
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options