উপদেষ্টাসহ সরকারি সব পদ থেকে নাহিদের ইস্তফা

উপদেষ্টাসহ সরকারি সব পদ থেকে নাহিদের ইস্তফা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ সরকারি সব পদ ও দায়িত্ব থেকে ইস্তফার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

যমুনার বাইরে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, তিনি এখন নতুন রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করছেন। সরকারে থাকার পরিবর্তে রাজপথে ফেরাটাই তার জন্য সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করেছেন।