কৃষি ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় সূত্রে খবর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং এর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ১৭ এপ্রিল কৃষি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমাধারীরা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেও, কৃষি ডিপ্লোমাধারীদের জন্য তেমন সুযোগ নেই। তাই, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদলে একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান অথবা কৃষিতে স্নাতক ডিগ্রি প্রদানের জন্য একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা জরুরি। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, স্বতন্ত্র প্রতিষ্ঠান স্থাপিত হলে মেধাবী শিক্ষার্থীরা কৃষি শিক্ষায় আরও বেশি আগ্রহী হবে এবং দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার জানান, তারা কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবটি পেয়েছেন এবং এ বিষয়ে কার্যক্রম শুরু করবেন। সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে কিনা। প্রসঙ্গত, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সম্প্রতি আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছিলেন। পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের আশ্বাসে তাঁরা আন্দোলন স্থগিত করেন।