Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
পাবনার ভাঙ্গুড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটককৃত পাঁচ মাদকসেবীকে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(২৩এপ্রিল)বেলা ১২টার দিকে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাঁদের আটক করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের বিচাররিক ভ্রাম্যমান আদালতে আটককৃতদের হাজির করলে,আদালত তিনজনকে এক মাস এবং দুইজনকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।দন্ডপ্রাপ্তদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটক কৃত হলেন,পৌরসদরের চৌবাড়িয়া গ্রামের জিল্লুর রহমান (৩৫), উত্তর মেন্দা গ্রামের আব্দুল বারী (৭০) ও হৃদয় হোসেন (২৩),অষ্টমনিষার ইউপি'র সাহানগর গ্রামের রইচ উদ্দিন (৫০)এবং দক্ষিণমেন্দা কালীবাড়ি মহল্লার উজ্জ্বল হোসেন (৩০)। অভিযান কালে তাঁদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানে পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী(সার্কেল)'র পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সাগর।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার বলেন, ‘মাদক দ্রব্য নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options