দেরা দুবাই সাহার হোটেল পাক দরবার রেস্টুরেন্টে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ UAE শাখার ঈদ আনন্দ উদযাপন অনুষ্ঠিত 

জাহিদুল ইসলাম জাহিদ, সিলেট 

দেরা দুবাই সাহার হোটেল পাক দরবার রেস্টুরেন্টে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ UAE শাখার ঈদ আনন্দ উদযাপন অনুষ্ঠিত 

অত্যন্ত সুন্দর আয়োজনে  ঝাঁকঝমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয় আজকের আয়োজন 

 কার্যক্রমের দিক থেকে  এপর্যায়ে বর্তমান সময়ে সবচেয়ে এগিয়ে থাকা "জৈন্তাপুর প্রবাসী এই গ্রুপ"

UAE শাখার একাধিক বারের অভিজ্ঞতাপূর্ণ সভাপতি জনাব গিয়াস উদ্দিন আল মামুনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক জনাব তুহিন শিকদারের সঞ্চালনায়,ও আশরাফুল আম্বিয়া সুমনের পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে কার্যকরী কমিটির প্রায় সকল সদস্যের অংশগ্রহণে, অনুষ্ঠিত উক্ত ঈদ আনন্দ উদযাপন,অনুষ্ঠিত হয়,,  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রুপের নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্য উপদেষ্টা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ফারুক আলী,বিশেষ অতিথি হিসাবে ছিলেন গ্রুপের সিনিয়র সদস্য ও শাখার উপদেষ্টা জনাব বেলাল উদ্দিন,উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব বিলাল উদ্দিন ,উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম শাকিল চৌধুরী। 
অনুষ্ঠানের শেষ  সভাপতি জনাব গিয়াস উদ্দিন আল মামুন উপস্থিত সকলকে মজাদার নৈশভোজে আপ্যায়িত করেন। এবং 
 অটুট থাকুক সম্প্রীতির বন্ধন ,এগিয়ে যাক মানবতা,এগিয়ে যাক "জৈন্তাপুর প্রবাসী গ্রুপ" এ কথা বলেন তিনি 

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের পক্ষ থেকে UAE শাখার সকল পর্যায়ের সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান