বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো যুক্তি নেই। আমরা সংস্কারের কথা বলেছি, কারণ আমরা মনে করি, একটি অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু করেই নির্বাচন দেওয়া উচিত।' আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 'বিএনপি ভারতপন্থী হয়ে যাচ্ছে' এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'আমরা কোনো দেশের হয়ে কাজ করি না এবং করবও না। আমরা সবসময় আমাদের দেশের স্বার্থে কাজ করি এবং সেটাই করব। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের দল। জিয়াউর রহমান সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। যারা এসব কথা বলেন, তাদের উদ্দেশ্য কী, সেটিও খতিয়ে দেখা দরকার।' বিএনপির জনপ্রিয়তা কমানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, '৫ আগস্টের আগে বিএনপি ভালো দল ছিল, আর তারপর থেকে তাদের কাছে খারাপ দল হয়ে গেছে। অথচ বিএনপি গত ১৬ বছর ধরে লড়াই-সংগ্রাম করে আসছে।' মির্জা ফখরুল আরও বলেন, 'বেগম খালেদা জিয়াকে কারাগারে পয়জনিং করা হয়েছে। তাকে পরিত্যক্ত একটি ঘরে রাখা হয়েছিল, যেখানে দেয়াল ধসে পড়ার উপক্রম হয়েছিল এবং ইঁদুর দৌড়াদৌড়ি করত।' তিনি বলেন, 'ম্যাডাম (খালেদা জিয়া) দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ করবেন। এটি অবশ্যই একটি আনন্দের মুহূর্ত হবে। শুনেছি, তিনি সম্ভবত এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন, যদিও এখনো নিশ্চিত নই।'