ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিপীড়নের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিপীড়নের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

উপজেলা সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বেলাল হাফসীর সঞ্চালনায় মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদী। তিনি বলেন, "ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বর গণহত্যা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলা বন্ধের দাবি করছি।"

তিনি আরও বলেন, "শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর যে দমন-পীড়ন চলছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত অবিলম্বে পদক্ষেপ নেওয়া, যাতে মুসলমানরা নিরাপদে বসবাস করতে পারে।"

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সহ-সভাপতি এম. আমিনুল ইসলাম বলেন, "ফিলিস্তিন থেকে কাশ্মীর, নাগপুর থেকে আরাকান—সর্বত্র মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরব ভূমিকা হতাশাজনক। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"

এছাড়াও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন ও মাওলানা আল আমিন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি কে. এম. ইব্রাহিম খলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা ফিলিস্তিনের জনগণের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ফিলিস্তিনের স্বাধীনতা এবং ভারতের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।