Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
মোহাম্মদ নয়ন, তজুমউদ্দিন, ভোলা ॥
দৌলতখানে চিকিৎসক সংকটে মুখ থুবড়ে পড়েছে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় জনবলের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার ২ লাখ মানুষ। হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরছে রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৩ সালে বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। ৫০ শয্যার হাসপাতালে অনুমোদিত ১৯ চিকিৎসকের শূন্যপদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৩ জন। এর মধ্যে ১জন প্রশিক্ষণে আছেন।সিনিয়র কনসালটেন্টের ১০ শূন্য পদের মধ্যে কর্মরত ১ জন। তিনি প্রেষণে জেলা সদর হাসপাতালে দায়িত্ব পালন করছেন। নার্সের ৩০ পদের মধ্যে কর্মরত ১১ জন। সম্প্রতি দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, দুটি লাইনে শতাধিক রোগী চিকিৎসার জন্য দাঁড়িয়ে আছেন। অধিকাংশ রোগী ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছেন। সেবা নিতে এসেছেন প্রসূতি নারীরাও। দু’জন ডাক্তার বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন।অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে শেষপর্যন্ত চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরছিলো। রোগীদের সাথে কথা বলে জানা গেছে, টিকিট কেটে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যান রোগীরা।দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, দৌলতখান উপজেলায় ২ লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু হাসপাতালে মাত্র ২ জন ডাক্তার। ডাক্তারের অভাবে এলাকার মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান বলেন, জনবল সংকট; তবুও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। অনেক সময় প্রশাসনিক কাজ রেখে আমি নিজেও আউটডোরে রোগী দেখছি। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চব্বিশের বার্তা প্রতিবেদক
চব্বিশের বার্তা প্রতিবেদক বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক বৃহঃস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক সোমবার, ১৭ই মার্চ ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক সোমবার, ১০ই মার্চ ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক শনিবার, ৮ই মার্চ ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক রবিবার, ৯ই মার্চ ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 9
View Options