কমলগঞ্জ প্রেসক্লাবে ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী'র সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল

কমলগঞ্জ প্রেসক্লাবে ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী'র সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল

শামীম আহমেদ তালুকদার, স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকালে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের পূর্বে প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য নির্মল এস পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় সম্মানিত অতিথি ছিলেন ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, লেখক ও গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আশহাবুজ্জামান শাওন, আনহার আলী, জালাল আহমদ, আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা সভা শেষে কানাডা প্রবাসী প্রবীণ সাংবাদিক ইউসুফ আলীকে কমলগঞ্জ প্রেসক্লাব ও ধলাইর ডাকের পক্ষ থেকে সম্মাননা স্মরক তুলে দেওয়া হয়।এছাড়াও অনুষ্ঠানে নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, প্রণিত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা,  বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আহমেদ তালুকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন সাংবাদিক আব্দুল বাছিত খাঁন।