নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে বাইতুল মোকাররমে কঠোর নিরাপত্তা

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে বাইতুল মোকাররমে কঠোর নিরাপত্তা

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে বাইতুল মোকাররমে কঠোর নিরাপত্তা

ঢাকা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যৌথ বাহিনী অবস্থান নিয়ে কঠোর নজরদারি চালাচ্ছে।

আজ ০৭রা মার্চ ২০২৫ইং রোজ শুক্রবার সকালে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন এবং সন্দেহভাজন ব্যাগসহ প্রবেশকারীদের পরীক্ষা করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা জানান, "নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।"

এদিকে, ঘটনাস্থলে সাধারণ জনগণের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও পরিস্থিতি শান্ত রয়েছে।