Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
মৌলভীবাজারের কমলগঞ্জে ইটবাহী একটি ট্রাক্টর উল্টে শান্ত মহালী (১৯) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টর চালক মামুন আহমেদ ও জন রোজারিওর ছেলে অসীম রোজারিও। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের পাদদেশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত মহালী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকায় নিজের বাড়ি নির্মাণের জন্য জন রোজারিও ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট ক্রয় করেন। বিকেলে দুটি ট্রাক্টরে করে ইট পরিবহন করা হয়।
দুর্ঘটনার শিকার ট্রাক্টরটিতে ছিলেন অসীম রোজারিও ও শান্ত মহালী। খ্রিস্টান টিলার উঁচু পাহাড় থেকে নামার সময় ট্রাক্টরের ব্রেক ফেল করে। এতে ইঞ্জিন থেকে ট্রাক্টরের বডি ছিটকে পড়ে উল্টে যায় এবং শান্ত মহালী ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পেছনের ট্রাক্টরে থাকা শ্রমিকরা ইট সরিয়ে শান্তকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, মাথার পেছনে গুরুতর আঘাতের কারণেই তার তাৎক্ষণিক মৃত্যু হয়।
এদিকে ট্রাক্টরের ইঞ্জিন অংশটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ডোবায় পড়ে গেলে চালক মামুন আহমেদ ও অসীম রোজারিও আহত হন। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কমলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options