কমলগঞ্জে নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কমলগঞ্জ প্রতিনিধি

কমলগঞ্জে নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে একটি রঙিন শোভাযাত্রা বের হয়ে সড়ক  প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এবং সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, "নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এই দিনে আমরা ঐক্যবদ্ধ হই, সংস্কৃতিকে লালন করি এবং আগামীর পথে এগিয়ে চলার অঙ্গীকার করি।"

উপজেলা প্রশাসনের এমন আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নববর্ষ উদযাপন পরিণত হয় এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে।