অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) কমলগঞ্জ-এর উদ্যোগে প্রথমবারের মতো ইফতার মাহফিল

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) কমলগঞ্জ-এর উদ্যোগে প্রথমবারের মতো ইফতার মাহফিল

রেজভী আহমেদ, কমলগঞ্জ, মোলভীবাজার।

পবিত্র রমজান মাসের পুণ্য লাভের উদ্দেশ্যে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) কমলগঞ্জ প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করে।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন : কর্পোরাল (অব:) মহসিন আলী চৌধুরী, অসকস সভাপতি, মৌলভীবাজার জেলা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
(১) বীর মুক্তিযোদ্ধা, ল্যান্স কর্পোরাল নজরুল ইসলাম সাহেব। 
(২) কর্পোরাল (অব:) আশরাফুর রহমান,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা। 
(৩) সার্জেন্ট (অব:) মোহাম্মদ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা শাখা। 

এই অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি, সার্জেন্ট (অব:) মো: আবুল হোসেন, ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) মো: গিয়াস উদ্দিন চৌধুরী বাহার সহ উপজেলার সর্বস্তরের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য বৃন্দ্ব উপস্থিত ছিলেন।
তাঁদের আন্তরিক অংশগ্রহণে পুরো অনুষ্ঠান এক উষ্ণ সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।

এই অনুষ্ঠানটি ভানুগাছ বাজারের আরিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।  

সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয়, বরং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার একটি মহৎ উদ্যোগ। তারা আরও জানান, ভবিষ্যতেও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) কমলগঞ্জ অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কল্যাণে ও সামাজিক উন্নয়নে কার্যক্রম পরিচালনা করবে।

এই সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।