"তিস্তার পানির দাবিতে চলছে ক্ষোভ মিছিল"

"তিস্তার পানির দাবিতে চলছে ক্ষোভ মিছিল"

রংপুর প্রতিনিধি: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 'তিস্তা রক্ষা আন্দোলন কমিটি'র নেতৃত্বে ১১টি পয়েন্টে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি চলছে। মঙ্গলবার দ্বিতীয় দিনে রংপুরের কাউনিয়ায় চার কিলোমিটারজুড়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

আন্দোলনের নেতৃত্ব দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। কর্মসূচিতে শিশু-কিশোর, শিক্ষার্থী, কৃষক, দিনমজুর ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। "জাগো বাগে কোনটে সবাই, দাবি মোদের একটাই—তিস্তায় পানি চাই" স্লোগানে মুখর ছিল তিস্তা অববাহিকা।

পদযাত্রা নীলফামারীর ছাতনাই থেকে শুরু হয়ে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার ২৩০ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ে। ১১টি স্পটে একযোগে কর্মসূচি পালন করেন তিস্তা পাড়ের মানুষ।

অংশগ্রহণকারী মনিরুল ইসলাম বলেন, "তিস্তা এখন মরা খাল, আমাদের পানি থেকে বঞ্চিত করা হয়েছে।" কিশোর আনোয়ার হোসেন জানান, "আমাদের জমিজমা নদীগ্রাস করেছে, এখন কিছুই নেই।"

সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন, "এক দশক ধরে তিস্তা পাড়ের মানুষ একতাবদ্ধভাবে কাজ করছে। উত্তরের ২ কোটি মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। অন্তর্বর্তী সরকার যেন দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে।"

কর্মসূচিতে প্ল্যাকার্ড, স্লোগান, গান, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও খেলাধুলার আয়োজন করা হয়।